Type Here to Get Search Results !

নান্দীমুখ নাট্য সংস্থার নতুন নাটক লন্ঠন_সাহেবের_বাংলো || Srishti bangla || নাটকের কভারেজ

 নান্দীমুখ নাট্য সংস্থার প্রাণপুরুষ শ্রী অশোক চট্টোপাধ্যায় মহাশয়, আসলে তার হাত ধরেই কয়েক বছর ধরে চলে আসছে এই অভাবনীয় সুন্দর 

এক মন ভুলানো নাটক, যার নাম #লন্ঠন_সাহেবে_ বাংলো 

নাটকটার সূত্র তিনি স্বর্গীয় #সুনীল_গঙ্গোপাধ্যায়ের হাত থেকে পেয়েছেন, তারপর তাদের রঙ ছড়িয়েন সৌনাভ বসু এবং তার কথায় অসিত বাবুর মত একজন পৌর অভিজ্ঞ নাট্য ব্যক্তিত্বের ছোঁয়ায় নাটক হয়েছে আরো আরো সমৃদ্ধশীল,

এই নাটকের রয়েছে সাম্প্রদায়িক কিছু দিক,রয়েছে একটা সাহেব কি করে অন্য দেশে এসে তাদের সব গরিব সাধারণ মানুষদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়, এই গল্পে রয়েছে একজন স্বামী তার স্ত্রীর প্রতি ভালবাসার কথা, 

এই গল্পে রয়েছে, নিজে ইংরেজ হয়েও সেই সব নিষ্ঠুর ইংরেজ শাসকদের উস্কানিতে 

তিনি কান না দিয়ে


আপামর মানুষের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া

 এসব অনেক কিছু নিয়ে এ #লন্ঠন_সাহেবের_বাংলো 

এই গল্পটা দেখতে হলে আসতে হবে থিয়েটারের মঞ্চে

 সামনাসামনি এসে উপভোগ করুন এই গল্পটাকে




 পরবর্তী শো  কিছুদিন পরেই হবে আমরা অবশ্যই আপনাদের সবাইকে আপডেট করে দেবো

সৃষ্টি বাংলা ছিল এই নাটকের কভারেজ আপনারাও সকলে নাটকের সাথে থাকুন নাটকের পাশে থাকুন এবং নাটক দেখতে থাকুন

ক্যামেরায় Milan Dhara এর সাথে রিয়াঙ্কা মৈত্র

লেখা ও সম্পাদনা - অ য় ন

#srishtibangla

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.