Type Here to Get Search Results !

শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে কৃষ্টির প্রথম নাট্যোৎসব

 কলরবে কলতানে মুখরিত হতে আসছে "কৃষ্টিকল্লোল"।

শ্রদ্ধেয় সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে কৃষ্টির প্রথম নাট্যোৎসব তপন থিয়েটারে আগামী ৭, ৮ ও ৯ই এপ্রিল ২০২৩ (পরপর তিনটি ছুটির দিন)।
উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন বিশিষ্ট গুণীজনেরা। উন্মোচিত হবে কৃষ্টির নাট্য পত্রিকা "কৃষ্টিকাল"। আমরা গুরুপ্রণাম জানাবো প্রিয় নাট্যকার কৌশিক চট্টোপাধ্যায়কে। প্রদাণ করা হবে 'স্নিগ্ধা খাটুয়া মেমোরিয়াল স্কলারশিপ'




সময়সূচী (তপন থিয়েটার মঞ্চ) :
৭ই এপ্রিল, ২০২৩ (শুক্রবার)
সন্ধ্যা ৬টা - উদ্বোধনী অনুষ্ঠান






সন্ধ্যা ৬:৩০টা - নাটক “গর্ভধারিণী”



মনের কোণে অনেক না-মেলা প্রশ্ন,
এক জীবনেই বহু অধ্যায়,
একের সঙ্গে আরেকের অভারল্যাপ,
সব নিয়ে ছিঁড়ে-খুঁড়ে অদ্ভুত আঁধারে
সবার মাঝেও একাকী অগোছালো
বিষাদময় জীবনযাপন।
এই হাহাকার নিয়েই এক মরুভূমি থেকে আরেক সরোবরে উত্তরণ। সবই ক্ষণস্থায়ী।
শুধুই অনুসন্ধান আর পরিক্রমা।
তবু বৃত্ত হয় না সম্পূর্ণ।
এই অসম্পূর্ণতারই আরেক নাম 'মাধুকরী'।
মূল উপন্যাস: বুদ্ধদেব গুহ।
নাট্যরূপ ও নির্দেশনা: সিতাংশু খাটুয়া
প্রযোজনা: গড়িয়া কৃষ্টি

মনের কোণে অনেক না-মেলা প্রশ্ন,
এক জীবনেই বহু অধ্যায়,
একের সঙ্গে আরেকের অভারল্যাপ,
সব নিয়ে ছিঁড়ে-খুঁড়ে অদ্ভুত আঁধারে
সবার মাঝেও একাকী অগোছালো
বিষাদময় জীবনযাপন।
এই হাহাকার নিয়েই এক মরুভূমি থেকে আরেক সরোবরে উত্তরণ। সবই ক্ষণস্থায়ী।
শুধুই অনুসন্ধান আর পরিক্রমা।
তবু বৃত্ত হয় না সম্পূর্ণ।
এই অসম্পূর্ণতারই আরেক নাম 'মাধুকরী'।
মূল উপন্যাস: বুদ্ধদেব গুহ।
নাট্যরূপ ও নির্দেশনা: সিতাংশু খাটুয়া
প্রযোজনা: গড়িয়া কৃষ্টি
৮ই এপ্রিল, ২০২৩ (শনিবার)
সন্ধ্যা ৬টা - নাটক “মাধুকরী



৯ই এপ্রিল, ২০২৩ (রবিবার)
সন্ধ্যা ৬টা - নাটক “শারদোৎসব”
সন্ধ্যা ৭টা - নাটক “তুঙ্গভদ্রার তীরে”




For any querries, call: 9073928252 / 9007185743
সৃষ্টি বাংলা থাকছে এই নাট্য উৎসবে এর পুরো কভারেজ এ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.